মানুষ স্মৃতিতে নয় বর্তমানে বাঁচে…

তবুও আমরা স্মৃতি জমাই যেমন জমাই দূঃখ!
সাজিয়ে রাখি তোমার আমার দুঃখগাঁথা এই স্মৃতির দেয়ালে

আমাদের দিনগুলি

এর পর কতসহস্র দিন একসাথে, কতশত স্মৃতি…
সময়ের সাথে স্মৃতির বিস্মৃতি ঘটে তবুও ইচ্ছে হলে ফিরো যেমন সাঁঝের বেলায় নীড়ে ফিরে পাখি।

তোমায় ছাড়া এইসব দিনরাত্রি

দুঃখ আছে, একাকিত্ব আছে!

কেবল তুমিহীন পথের যাত্রী
লিখি যোগ্য হওয়ার যাত্রা আর
তোমায় ছাড়া এইসব দিনরাত্রি

লিখি রোজ

[শুধু তোমার মেইল থেকেই দেখতে পাবে]

স্মৃতির বাক্স

আমি জমিয়েছি স্মৃতি,
তুমি জমিয়েছো ঘৃণা!
ছবিতে যে হাসি,
তা হৃদয়ের ছিল না!

খুলে দেখো

[শুধু তোমার মেইল থেকেই দেখতে পাবে]

শেষ চিঠি

বিরক্তি তোমার তবুও লিখি 

প্রিয় তুমি পত্র নিও...

[শুধু তোমার মেইল থেকেই দেখতে পাবে]

সবিশেষ এই নিবেদন, যে স্বপ্নে তোমার আমি ছিলাম না, যে শান্তির জন্যে আমায় ছেড়ে যাওয়া…. তুমি সেই স্বপ্নে শান্তির পূর্ণতা পাও. আমার ভালোবাসা নিরন্তর... 🤍

© স্বত্ব - একটি আহত আত্মা । নভেম্বর ২০২৪